নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমান একই ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য ফেরদৌস উল আলম সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় করেছেন। সোমবার (২১ শে মার্চ) বিকেলে উপজেলার কুমরুল গ্রামে তার নিজ বাড়ীতে এই মত বিনিময় সভার আয়োজন করেন তিনি। ফেরদৌস উল আলম ওই গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে।
ফেরদৌস উল আলম তার লিখিত বক্তব্যে জানান, অত্র ইউনিয়নের দীর্ঘদিনের অনিয়ম, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলসহ অসহায় মানুষের ডিজিটাল ও নাগরিক সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করতে আগ্রহী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বর্তমান চেয়ারম্যান এর বিভিন্ন দূর্নীতি তুলে ধরেন এবং চ্যালেঞ্জ করে নিজেকে দূর্নীতি মুক্ত হিসাবে দাবি করেন। একজন মেম্বর হিসাবে বিগত সময়ে কোন অনিময় দূর্নীতি না করায় জনগন তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন পেন্টু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলমাজ উদ্দিন, মোবারক হোসেন, ফিরোজ মন্ডল সহ আরো অনেকে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …