রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শ্যালককে ছুরি মারলেন দুলাভাই

বড়াইগ্রামে শ্যালককে ছুরি মারলেন দুলাভাই

নিজস্ব প্রতিবেদক :
বড়াইগ্রামে শ্যালককে ছুরি মারার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে জমাইদিঘা মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যাক্তির নাম আবু সাদেক (৪৮)। তিনি উপজেলার দোগাছি গ্রামের আকবর আলীর ছেলে। রাতেই অভিযান চালিয়ে আব্দুল বারীকে আটক করেছে পুলিশ।

মামলা সুত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধ নিরসন করার জন্য আবু সাদেক তার দুলাভাই দোগাছী গ্রামে মৃত আয়েন উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল বারী (৬০) বাড়িতে যায় । সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল বারি শ্যালক আবু সাদেককে ছুরি দিয়ে পেটে আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল বারীর স্ত্রী জাহিদা বেগম বলেন, আমার বাবার বাড়ির জমি অংশ দেয় নাই ভাই। সেই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ছুরি মারার কোন ঘটনা ঘটে নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …