নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে শোক দিবস উপলক্ষে দিনব্যাপী দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং পাটোয়ারী জেনারেল হাসপাতালের সত্বাধিকারী বিশিষ্ট চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বনপাড়াস্থ তার নিজস্ব হাসপাতালে এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি নিজেই ৪০ জন দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া দিনব্যাপী ক্যাম্পের সমম্বয়কারী ও হাসপাতালের চিকিৎসক গোলাম আরেফিন প্রিন্স সহ অন্যান্য চিকিৎসক দুই শতাধিক দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ বিষয়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নারদ বার্তাকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …