রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাঘাইট জাগরণী বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠ উদ্বোধনী খেলায় উপল শহর ফুটবল একাদশকে ০৪ -০১ গোলে পরাজিত করে ধারাবারিষা ফুটবল একাডেমি বিজয়ী হয়েছে।

বাঘাইট শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি স্বপন মোল্লার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। খেলার উদ্বোধক ছিলেন নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আলম পালোয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও ধারাবারিষা ফুটবল একাডেমির সভাপতি আহম্মদ আলী মোল্লা, স্কুল শিক্ষক ও ক্রীড়াবিদ মাসুদুর রহমান মাসুদ, সমাজসেবক শ্রী তরুণ প্রামাণিক ও আব্দুর রব। খেলায় ধারাবারিষা ফুটবল একাডেমির পক্ষে সজীব দুটি এবং মাজেদুল ও তুহিন একটি করে গোল করেন এবং উপলশহরের পক্ষে কাওছার একটি গোল করেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …