বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন

বড়াইগ্রামে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করা হয়েছে।

ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) রাজীব আল শরীফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক, হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ বক্তব্য রাখেন।

পরে অতিথিরা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …