সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে একই মডেলের শহীদ মিনার স্থাপনের সিদ্ধান্ত

বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে একই মডেলের শহীদ মিনার স্থাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বড়াইগ্রাম উপজেলার শহীদ মিনার নেই এমন সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের অর্থায়নে একই মডেলের শহীদ মিনার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মমিন আলী ও আব্দুল আলীম, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …