রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর দায়ীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির পদযাত্রা ও স্মারকলিপি পেশ

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর দায়ীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির পদযাত্রা ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধর ও অধ্যক্ষ মাওলানা ওসমান গণিকে লাঞ্চিতের প্রতিবাদে এবং দায়ীদের উপযুক্ত বিচারের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের উদ্যোগে উপজেলার ৪৭ টি উচ্চ বিদ্যালয় ও ১৮টি মাদরাসার সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষিকা এ পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনার, জমিয়াতুল মোদার্রেছিনের উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, ইসলামপুর গুণাইহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন ও খলিলুর রহমান বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল শিক্ষকদের দাবির প্রতি একাতœতা জানিয়ে বক্তব্য রাখেন। পরে একই দাবিতে উভয় সংগঠনের নেতারা ইউএনও’র হাতে পৃথক স্মারকলিপি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী রবিউল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালি ও আওয়ামীলীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে দুর্বৃত্তরা ১৪ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধর ও এর আগের দিন ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ ওসমান গণিকে লাঞ্চিত করে। এ ঘটনায় প্রধান আসামীসহ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …