সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণ

বড়াইগ্রামে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
‘সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে’ শ্লোগানের মধ্য দিয়ে বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৪৭ টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে প্রায় ৫০ হাজার বৃক্ষ রোপণ করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামের এক তরুণের “একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ” আন্দোলনের অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সকালে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্ত¡রে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আনোয়ার পারভেজ শিক্ষার্থীদের হাতে দুটি করে গাছের চারা তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেব আলী সোনার, সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শঙ্কর ডমিনিক গমেজ, বনপাড়া বেগম রোকেয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বৃক্ষপ্রেমিক জুবায়ের আল মাহমুদের উদ্ভাবন এবং প্রচেষ্টাকে কাজে লাগিয়ে একদিনের টিফিনের টাকায় শিক্ষার্থীরা হাজার হাজার গাছের চারা রোপণ করছো, এসব চারার যতœ নেবে, যেন এগুলো ঠিকমত বেড়ে উঠতে পারে। এসব গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, দেশ বাঁচবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …