শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষকদের মানববন্ধন

বড়াইগ্রামে শিক্ষকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদানের দাবীতে রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ও ‘‘প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের’’ যৌথভাবে এর আয়োজন করে। মানববন্ধনে সহকারী শিক্ষকদের ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে বর্তমানে প্রাপ্ত ১৩তম গ্রেডের পরিবর্তে ১০ম গ্রেডে বেতন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তব্য দেন।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়াইগ্রাম শাখার সাধারণ সম্পাদক আজমা খাতুন শিউলী ও সহকারী শিক্ষক সমিতি বড়াইগ্রাম শাখার সভাপতি আব্দুল করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারি শিক্ষক বিপ্লব সরকার, আলফুর রহমান, রেজাউল করিম রেজা প্রমুখ।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …