নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম
নাটোরে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জামাইদিঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান আলীকে শারিরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। স্থাণীয় ময়লাল হাজীর ছেলে শাহিন আলম বুধবার সকালে তাকে লাঞ্চিত করেন। এ বিষয়ে ইউএনও এবং শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি শিক্ষক।
সোলায়মান আলী বলেন, বেশ কিছু দিন থেকে শাহিন আলম তাকে বদলী হয়ে অন্যত্র চলে যেতে বলছেন। পরে শূণ্যস্থানে তার স্ত্রী বক্ষত্রপার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়য়ে কর্মরত সহকারী শিক্ষক রোকসানা বেগমকে বদলী করে আনবেন। তারই ধারাবাহিকতায় সকালে শাহীন আলম পথ রোধ করে কবে বদলী হয়ে যাবো জানতে চায়। এ বিষয়ে শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করলে শাহীন আলম হঠাৎ মারপিট শুরু করেন। পরে স্থাণীয়রা এসে তার হাত থেকে উদ্ধার করেন।
অভিযুক্ত শাহিন আলমের মোবাইল ফোনে একাধিবার ফোন করলেও তিনি রিসিভ করেন নাই।
উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।**
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …