সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা বিএনপির পথসভা

বড়াইগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা বিএনপির পথসভা

নিজস্ব প্রতিবেদক:  

নাটোরের বড়াইগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বনপাড়া বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিয়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বিগত দিনে আওয়ামীলীগ সরকার জনগনকে যেভাবে লুট করেছে আমরা তার প্রতিশোধ চাই না আমরা চাই শান্তি। একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ অন্ত বর্তী কালীন সরকার। আর এই সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুল কাদের মিঞা, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, আব্দুস সালাম মোল্লা, অধ্যাপক আব্দুল আলীম, সদস্য সচিব আলী আকবর সহ বিএনপির সর্বস্তরের জনসাধারণ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …