সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান শহীদ বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মদ মারিয়াম খাতুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু ও সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বনপাড়া হাইওয়ে থানার ওসি কেরামত আলী, বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকসহ উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …