নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষার ক্ষেত্রে উত্তরবঙ্গের স্বনামধন্য বিদ্যাপীঠ শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হকের ২০ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার যথাযথভাবে মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বনপাড়া শহরের ডা. আইনুল হক চত্বরে তাঁর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা সহ কালো পতাকা উত্তোলন করা হয়। মহিষভাঙ্গাস্থ বাসভবন সংলগ্ন কবরে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগণ শহীদ ডা. আইনুল হকের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে (২৯ মার্চ) বিএনপি’র সন্ত্রাসীরা ডা. আইনুল হককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করার পর দীর্ঘ ১৮ বছর যাবৎ মামলাটির বিচার কার্য চলে এবং ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দুই জনের ফাঁসি ও বাকীদের বেকসুর খালাস প্রদানের রায় ঘোষনা করে আদালত।
শহীদ ডা. আইনুল হক বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মন্ডলীর সভাপতি কেএম জামিল হোসেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ ও কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমা খাতুন এর পিতা এবং বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার শশুর।
আরও দেখুন
নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …