নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে লাইট হাউসের এবং নারী ও শিশু কল্যাণ সোসাইটি’র (এনএসকেএস) সহযোগিতায় মাদক বিরোধী প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে মাদক বিরোধী দাঁড়াও প্রকল্পের আওতায় মেয়র মাজেদুল বারী নয়ন প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, লাইট হাউসের উপজেলা সমন্বয়কারী ফজলুল হক, এনএসকেএসের পরিচালক ডিএম আলম, পৌর সচিব জালাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী ও আব্দুস সামাদ, সাংবাদিক সোহেল সরকার উপস্থিত ছিলেন। পরে বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম সদর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও মসজিদে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে লাইট হাউসের উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা ও মাস্ক বিতরণ
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …