নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দপ্তরী কাম নৈশপ্রহরী মনির হোসেনের স্থায়ী চাকরীচ্যুতির দাবীতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা। বৃহস্পতিবার উপজেলার কুশমাইল সংগ্রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জোনাইল-রাজাপুর সড়কের উভয় পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে ইউপি সদস্য আজমত আলী, সাবেক ইউপি সদস্য ফরিদা পারভীন রিক্তা, ব্যবসায়ী নুরুল ইসলাম, ছাত্র অভিভাবক সাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত বছরের ৮ আগষ্ট দপ্তরী মনির শ্রেণীকক্ষে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে।
এ ঘটনার পর অভিভাবকদের প্রতিবাদের মুখে এতোদিন না এলেও সম্প্রতি স্থানীয় প্রভাব খাটিয়ে মনির পুনরায় কাজে যোগদানের চেষ্টা করছে। কিন্তু এমন চরিত্রহীন ব্যাক্তি স্কুলে আসলে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই অবিলম্বে তাকে স্থায়ীভাবে চাকরীচ্যুতির দাবী জানান তারা।
আরও দেখুন
বড়াইগ্রামে টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১!
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে রাজাপুর বাজার এলাকায় গোপালপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন নিয়ে …