নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে লকডাউন সফল করতে প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিল উপজেলা প্রশাসন। লকডাউনে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও মাস্ক না পরায় পাঁচজনকে মোট ১২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বনপাড়া ও বড়াইগ্রাম পৌর শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও লোকজনকে সচেতন করেন। এ সময় তার সঙ্গে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়নসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। লকডাউন চলাকালে তারা অপ্রয়োজনে বাইরে আসা মানুষজনকে করোনার ব্যাপারে সচেতন করাসহ বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …