নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক পানীয় (ড্রিংক্স) কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের জোয়াড়ি গ্রামে অভিযান চালিয়ে জিনসেন প্লাস, শক্তি প্লাস, হর্স পাওয়ার নামে ২০০ বোতল পানীয়, পানীয় তৈরীর উপাদান, সরঞ্জমাদি, লেবেল উদ্ধার করে ও কারখানার মালিক আশরাফুল ইসলাম (৪০)কে আটক করে। আশরাফুল ওই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দীর্ঘদিন যাবত আশরাফুল তার বাড়িতে এই নিষিদ্ধ ঔষধের কারখানায় বিভিন্ন ধরণের যৌন উত্তেজক পানীয় উৎপাদন এবং তা নিয়মিত বাজারজাত করে আসছিলো। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …