নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে উপজেলার তালশো গ্রামে একটি জারীগানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যুবলীগ সভাপতি জলন্দা গ্রামের আবুল কাশেমের ছেলে আফজাল হোসেন (৪২) ও সম্পাদক কাজেম আলীর ছেলে জামিল হোসেন (৩৬) পাশের তালশো গ্রামে গান শুনতে যায়। এ সময় পূর্ব দ্ব›েদ্বর জের ধরে ১০-১৫ জন যুবক তাদের লাঠি ও বাটাম দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত— থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলী জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …