নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ দেয়ালিকা উন্মুক্ত করা হয়। পরে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী।
যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা প্রধান শিক্ষক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোবারক আলী মেম্বার বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মোশাররফ হোসেন ও শাহানারা খাতুন, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোহেল রানা জাফর, সাংবাদিক আজহার হোসেন, স্বজন সমাবেশের যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম আসমত ও স্বজন সদস্য ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …