শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইকালে তিনজন আটক

বড়াইগ্রামে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইকালে তিনজন আটক


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবেশে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাই কালে তিন যুবককে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নদজোয়াড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকরা হলো-উপজেলার বড়াইগ্রাম উত্তরপাড়া গ্রামের মহররম হোসেন খানের ছেলে মাহমুদুল হাসান খান (২৩), দাঁইড়পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আল আমিন (২৫) ও নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (২৪)।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত নয়টার দিকে তারা আহম্মেদপুর থেকে লক্ষীকোলে আসার জন্য একটি অটোভ্যান ভাড়া করে। পথে নদজোয়াড়ী এলাকায় ভ্যানটি থামিয়ে তারা চালককে পাশের একটি কলাবাগানে নিয়ে হাত-পা বেধে ফেলে। এ সময় ভ্যানচালকের কান্নার শব্দ শনে পথচারীরা এগিয়ে এসে তাদেরকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …