নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ওসি আবু সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য রাখেন।
বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর শহিদ মিনার চত্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। সভায় অন্যান্যের মধ্যে সচিব জালাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, পৌর যুবলীগের আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুহিন ও নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মানবকন্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি বোরহান উদ্দিন বুলবুল, সাংবাদিক আজহার হোসেন, নিজাম উদ্দিন ও সোহেল সরকার বক্তব্য রাখেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …