নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা এবং বনপাড়া হাইওয়ে ওসি খন্দকার শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে অতিথিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন।
আরও দেখুন
নাটোরে বিদ্যালয়ের নথি চুরি!
নিজস্ব প্রতিবেদক ………………নাটোরের বিদ্যালয়ের নথি চুরির অভিযোগ রয়েছে। গতকাল রাতে নাটোর সদরের জংলী আদর্শ বালিকা …