শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মেয়র প্রার্থী কালাম জোয়াদ্দারের মাস্ক বিতরণ

বড়াইগ্রামে মেয়র প্রার্থী কালাম জোয়াদ্দারের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কালাম জোয়াদ্দার করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক্সাচালক, কুলি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। একই সঙ্গে আগামী পৌর নির্বাচনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গত মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করেন। এ সময় তার সঙ্গে পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর ও আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান গোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার লক্ষীকোল বাজার এলাকায় মাস্ক বিতরণ কালে মেয়র প্রার্থী কালাম জোয়াদ্দার বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে পুনরায় মানুষ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে সচেতন হতে হবে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। নিজেরা সচেতন থেকেই আমাদেরকে করোনা থেকে বাঁচতে হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …