রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মিয়াজী অটো রাইস মিলের উদ্বোধন

বড়াইগ্রামে মিয়াজী অটো রাইস মিলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া কালিকাপুরে মিয়াজী অটো রাইস মিলের যাত্রা শুরু হয়েছে। রবিবার দুপুরে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস সুইচ টিপে রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে প্রাথমিকভাবে প্রতিদিন ৪৮ টন চাল উৎপাদনের লক্ষ্য নিয়ে এই মিলটি যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার মিয়াজী, স্থানীয় সাংবাদিক ও সুধী জন।

রাইস মিলের এমডি বাশার মিয়াজী জানান, এই মিল থেকে মিনিকেট, নাজিরশাইল, পারিজা, স্বর্ণা আঠাশ ও উনত্রিশ জাতের চাল উৎপাদন ও বিপনন হবে। শতভাগ পরিবেশ বান্ধব এই মিলটিতে ছাই নিয়ন্ত্রক নতুন প্রযুক্তি ‘সাইক্লোন’ ব্যবহার করা হয়েছে। এর ফলে ছাইগুলো চিমনী দিয়ে উপরে না গিয়ে নীচের দিকে নামবে ও নির্দিষ্ট স্থানে জমা হবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …