নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মায়ের বকুনী খেয়ে অভিমানে জোবায়দা খাতুন (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়দা খাতুন ওই গ্রামের জুমারউদ্দিন প্রামাণিকের মেয়ে। সে গাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিলো।
নিহতের পরিবার ও থানা সুত্রে জানা যায়, মা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরীরত থাকায় জোবায়দা বাবার সঙ্গে বাড়িতে থাকতো। জোবায়দা বাড়িতে কিছু হাঁস পালন করতো। গত দুদিনে হাঁসের আটটি বাচ্চা মারা যায়। এ বিষয় নিয়ে তার মা মোবাইলে তাকে বকাঝকা করেন। এতে অভিমানে মঙ্গলবার তার বাবা কাজে চলে যাবার পর জোবায়দা নিজ শোবার ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা বুঝতে পেরে ঘরের চালের টিন কেটে তাকে উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …