নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে একজনকে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার মৌখাড়া বাজারে রাত সারে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তির নাম মিলন বাবু (৪০)। তিনি উপজেলার চকপাড়া গ্রামে জাঁন মোহাম্মদ প্রামানিকের পুত্র।
মিলন বাবু বলেন, আমি ভেকু মেশিন আনা নেওয়ার জন্য গাড়ী (লবিট) ভাড়া দিয়ে থাকি। গুরুদাসপুর উপজেলার নওপাড়া এলাকার মমিন আলীর (৪৫) কাছে মৌখাড়া বাজারে গাড়ী ভাড়ার টাকা চাইতে যাই। দীর্ঘদিন টাকা না দেওয়ার কারন জানতে চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিছন থেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকারে স্থানীয় কিছু ব্যাক্তি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মমিন আলী বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। টাকা ছিনতাই বা মারপিটের কোন ঘটনা ঘটে নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …