বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মানবিক স্বাস্থ্য সেবা পেলেন ২ শতাধিক দুস্থ

বড়াইগ্রামে মানবিক স্বাস্থ্য সেবা পেলেন ২ শতাধিক দুস্থ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মানবিক স্বাস্থ্য সেবার আওয়তায় ২ শতাধিক দুস্থ ও গরীব রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্য সেবা। মঙ্গলবার উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে এই স্বাস্থ্য সেবার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা মানবিক সেবা ফাউন্ডেশন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পত্তি ডা. মো. মোহাইমিনুল ইসলাম ও ডা. জাফরিন সুলতানা বিথী সহ একটি মেডিকেল টীম সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্বাস্থ্য সেবা প্রদান করেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদৎ উল্লাহ নুর সুমন জানান, সিলেটের কৃতি সন্তান লন্ডন প্রবাসী হাজী মোহাম্মদ সেলিম আহম্মেদ তালুকদারের সার্বিক সহযোগিতায় গ্রাম পর্যায়ের অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। সপ্তাহে একবার এই সেবা কার্যক্রম চলবে। এছাড়াও এই ফাউন্ডেশনের আওতায় দুস্থদের জন্য খাদ্য সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা, ত্রাণ কার্যক্রম চলমান আছে।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …