রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাদকব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

বড়াইগ্রামে মাদকব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে অজ্ঞাত দূর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নগর ইউনিয়নের কুজাইল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের সোনা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গত সপ্তাহে জেল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে কারা কি উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তা বুঝা যাচ্ছে না।

বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ডলি রাণী বলেন, আব্দুর রাজ্জাকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অবস্থা বিবেচনায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুরাম দাস জানান, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …