সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাজেদুল বারী নয়নের নির্বাচনী মতবিনিময় সভা

বড়াইগ্রামে মাজেদুল বারী নয়নের নির্বাচনী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়নের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বড়াইগ্রাম থানার মোড়ে আয়োজিত সভায় গ্রিণ ও ক্লিন পৌরসভা গঠণের লক্ষ্যে নেতাকর্মীদের সমর্থন ও ভোটারদের দোয়া চেয়ে বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়ন।

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন বক্তব্য রাখেন।

এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা মাজেদুল বারী নয়নের পক্ষে সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন। সভায় পৌর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …