শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাছের পোনা অবমুক্তকরণ

বড়াইগ্রামে মাছের পোনা অবমুক্তকরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ইউএনও মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, এ বছর উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল জাতের মোট ৩৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …