শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে মাকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক

বড়াইগ্রামে মাকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ১০ গ্রাম হেরোইন ও ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মেহেদেী হাসান (২৫)কে আটক করেছে র‌্যাব। রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার কালিকাপুর নতুন বাজার এলাকা থেকে তাকে ওই মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটক মেহেদী উপজেলার আগ্রাণ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেকৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার কালিকাপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক বিক্রয়কালে ১০ গ্রাম হেরোইন ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদীকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল-জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ওই হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …