নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মাইক্রোবাস জহুরা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে আটটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা শখের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম মহিষভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের শখের আলীর স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সরোয়ার আলম জানান, রোববার রাতে জহুরা বেগম মহাসড়ক পার হয়ে পাশের বাড়ি যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …