রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / ধর্ম / বড়াইগ্রামে মহিলা ইজতেমা শুরু হতে যাচ্ছে

বড়াইগ্রামে মহিলা ইজতেমা শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আজ রবিবার (২৬ জানুযারী) শুরু হচ্ছে তিনদিন ব্যাপী মহিলা ইজতেমা। এই ইজতেমাকে আয়োজকরা মহিলা বিশ্ব ইজতেমা নামকরণ করলেও বাংলাদেশের বাইরের কোন দেশের মহিলারা অংশ না নেয়ায় স্থানীয় ও আগতদের অধিকাংশরাই এটাকে বিশ্ব মহিলা ইজতেমা বলে সম্মতি প্রকাশ করেন না।

ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, এবার ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দিন রবিবার সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। এরপর ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন। দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসেবে ইজতেমায় আগত মহিলাদের উদ্দেশ্যে বয়ান করবেন।

এছাড়া ৩ দিনই তাদের পাশাপাশি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা করবেন। শেষ দিন ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা দিতে তিনদিনই সার্বক্ষণিক পুলিশের একটি বিশেষ টীম দায়িত্ব পালন করবেন।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …