বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মহিলাসহ তিনজনকে কুপিয়ে জখম

বড়াইগ্রামে মহিলাসহ তিনজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় মহিলাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-চামটা চাঁদপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে সজীব হোসেন (১৮), সজীবের বোন চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী হালিমা খাতুন (৫০) ও তার ছেলে জুলহাস উদ্দিন (২৭)।

স্থানীয়রা জানান, চামটা চাঁদপুর বিলে প্রতিদিন সন্ধ্যায় পাশের গোপালপুর গ্রামের কিছু যুবক মাদক সেবন করতো। এ ঘটনায় সজীবসহ চাঁদপুর গ্রামের যুবকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুরের শাকিল নামে এক যুবক সজীবকে কথা আছে বলে ডেকে নেয়। পরে শাকিল, বাচ্চু, আলতাব ও শাহাব উদ্দিনসহ ৭-৮ জন তাকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় সজিবের চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে গেলে হামলাকারীরা হালিমা খাতুন ও জুলহাসকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *