সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মসজিদের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সাত

বড়াইগ্রামে মসজিদের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সাত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মসজিদের ইমামতিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিয়া গ্রাম প্রধান শুকচাঁদ আলী স্থানীয় পশ্চিমপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামকে নামাজ পড়াতে নিষেধ করে জোরপূর্বক নিজেই ইমামতি করা শুরু করেন। বুধবার যোহরের নামাজের সময় গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ করেন এবং নির্ধারিত ইমামকে দিয়েই নামাজ পড়ান। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে মুসল্লীরা আসরের নামাজের প্রস্তুতি নেয়ার সময় শুকচাঁদের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে কমপক্ষে সাতজন আহত হন।

আহতদের মধ্যে কদমচিলান গ্রামের মোজাম্মেল হোসেন (৪৫), ঢুলিয়া গ্রামের আজিত প্রামাণিক (৫৫), মজির উদ্দিন (৬৫) ও কাওসার আহমেদ (২৬) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই গ্রামের হাফিজুল ইসলাম (৩৫), আব্দুল হালিম (২৮) ও রাহয়ান আলী (৩৫) কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শুকঁচাদ আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …