শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মরহুম কুরবান আলী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

বড়াইগ্রামে মরহুম কুরবান আলী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের নগর কয়েন বাজারে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা পেলেন শতাধিক দুস্থ জনগণ। বুধবার সকালে মরহুম আলহাজ্ব কুরবান আলী প্রামানিক ফ্রি চিকিৎসা ও সেবালয়ে এই চিকিৎসা সেবার যাত্রা শুরু হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে সাংবাদিক রাজু আহমেদ এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন।

সাংবাদিক রাজু আহমেদ জানান, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই ফ্রি চিকিৎসা সেবা চালু থাকবে। মূলতঃ পিতা জীবিত থাকাকালীন মানবসেবায় যে ভূমিকা রেখেছিলো তারই অংশ হিসেবে গরীব ও অসহায় জনগণকে এই সেবা প্রদান করা হচ্ছে। ডা. মো. ইনতেশার রহমান স্বপ্নীল (এমবিবিএস) ফ্রি সেবালয়ে রোগী দেখছেন।

নগর ইউপি চেয়ারম্যান মো. শামসুজ্জোহা সাহেব জানান, গরীবেরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনা। যার কারণে স্থানীয় হাতুড়ে ডাক্তার বা কবিরাজদের কাছে চিকিৎসা সেবা নিয়ে পরবর্তীতে নানা জটিলতায় ভোগে। সেক্ষেত্রে মরহুম আলহাজ্ব কুরবান আলী ফ্রি চিকিৎসা ও সেবালয়ের এই সেবা এই অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত। এই সেবা কার্যক্রম আয়োজন করার জন্য তিনি আয়োজকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …