শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ওষুধ বিক্রেতাকে জরিমানা

বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ওষুধ বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও দোকানে কোম্পানীর দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ থাকায় চার ফার্মেসী মালিককে মোট ১৫ হাজার একশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাইমেনা শারমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রবিবার উপজেলার আহম্মেদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের কারণে এ আর মেডিসিন কর্ণারের মালিক রাজিবুল হাসান রনিকে চার হাজার একশ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে কোম্পানীর দেয়া স্যাম্পল পাওয়ায় একই বাজারের বেলি মেডিসিন কর্ণারের মালিক সজিব আহমেদকে চার হাজার, আরাফাত ফার্মেসীর মালিক লিটন আহম্মেদকে পাঁচ হাজার ও তানভীন মেডিসিন কর্ণারের মালিক ইয়াসির আরাফাত সিদ্দিক বকুলকে দুই হাজার টাকা নগদ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …