নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজার এলাকায় তিনতি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল এগারোটার দিকে আহমেদপুর বাজার এলাকায় নিউ আদর্শ হোটেল এন্ড রেস্টুরেন্টকে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে খাদ্য তৈরীর অপরাধে ৪২ ধারা মোতাবেক ৭ হাজার টাকা, মোস্তফা ষ্টোরকে মূল্য তালিকা না রাখার অপরাধে ৩৮ ধারা অনুযায়ী ৪ হাজার টাকা ও একই এলাকায় মেডিসিন কর্ণারকে ফিজিশিয়ান ওষুধ রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চলছে। তারই অংশ হিসাবে আজ আহমেদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন বড়াইগ্রাম পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …