নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে মাসুদ রানা (৩৬) নামে এক ভ‚য়া উপ-পরিদর্শক পরিচয়দানকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জোয়াড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা জেলার বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, মাসুদ রানা নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোকের নিকট থেকে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। এর আগে সে গোয়ালফা গ্রামের শাহজাহান আলীর মেয়েকে পুলিশের এসআই পরিচয়ে বিয়ে করে সেখানেই ঘরজামাই থাকতে শুরু করেন। শনিবার জোয়াড়ী বাজারে এক ব্যবসায়ীর নিকট নিজের পরিচয় দিয়ে হুমকি দিলে বিতর্কের সৃষ্টি হয়। এঘটনায় স্থাণীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানের বাড়ি থেকে একসেট পুলিশের ইউনিফর্ম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাসুদ রানার নামে একটি মামলা দায়ের করে রোববার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …