সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টায় ভাই আটক

বড়াইগ্রামে ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টায় ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে রাতের আঁধারে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে আপন চাচাতো ভাই। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ভাই উপজেলার জোয়াড়ী গ্রামের লেবু শাহ’র ছেলে মণি’কে গ্রেফতার করেছে।

জানা যায়, সোমবার উপজেলার জোয়াড়ী কারিগর পাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে মানিক শাহ’র সঙ্গে তার চাচা লেবু শাহ’র স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে মানিক তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই মণি তাকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে রাত ৯টার দিকে মানিক বাইসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাচাতো ভাই মণি শাহ তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়লে মণি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে পথচারীরা অচেতন অবস্থায় মানিককে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মণিকে আটক করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …