নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পরে সারোয়ার হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সারে ৮টার দিকে উপজেলা বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সারোয়ার উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মজর আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলন রফিকুল ইসলাম জানান, সকালে মজর আলী ও তার স্ত্রী তাদের শিশুকে নিয়ে বাড়ীর পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়ানোর কাজ করতে যায়। সবার অগোচরে শিশুটি পানিতে পরে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎষক তাকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …