নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে বনপাড়া সরকারী খাদ্য গুদাম চত্বরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিকাশ চন্দ্র প্রামাণিক, ওসি-এলএসডি তন্ময় বিশ্বাস, চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি অমর ডি কস্তা প্রমুখ।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকারী মূল্য ২৬ টাকা কেজি দরে ৫৭২ মে.টন ধান, ৩৬ টাকা কেজি দরে ৩৭৮১ মে.টন চাল, ৩৫ টাকা দরে ৬৫২ মে.টন আতপ চাল ও ২৮ টাকা কেজি দরে ১১১৯ মে.টন গম ক্রয় করা হবে। এ অভিযান চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …