নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল পুরাতন হল মোড়ে নতুন আঙ্গিকে দেশ স্বাস্থ্য সেবা স্বেচ্ছাসেবী সংগঠণের অঙ্গ প্রতিষ্ঠান ফাতেমা জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নগর ইউপি চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীলুফার ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী পরিচালক ড. রবিউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার কলি, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা মান্নান, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, সরকার দেশের জনসাধারণকে যথাযথ মানের স্বাস্থ্য সেবা দিতে বদ্ধপরিকর। বর্তমানে করোনা মোকাবেলায়ও সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এসব উদ্যোগে দেশের সাধারণ জনগণের পাশাপাশি বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকেও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে চিকিৎসা নিতে এসে কেউ যেন প্রতারিত না হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …