নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বেশি দামে সার বিক্রি করায় খা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারের রশিদ ডিলারের মোরে এই অভিযানে চালিয়ে দোকানের মালিক সুলতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। এর আগে বনপাড়া বাজারের বিভিন্ন দোকানে বেশি দামে সার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ওই দোকানীর বিরুদ্ধে বেশি দামে ইউরিয়া সার বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়। একই সময় আরো দুটি দোকানকে সতর্ক করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, বেশি দামে কেউ যাতে সার বিক্রি করতে না পারে বা সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে এমন অভিযান নিয়মিত চলবে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …