নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে স্বাভাবিকের চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন-জোনাইল বাজারের চাল ব্যবসায়ী আব্দুস সালাম ও দুলাল হোসেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শনিবার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালাম ও দুলাল হোসেনের চালের আড়তে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে চাল বিক্রি করার প্রমাণ পেয়ে তাদের দুজনকে আটক করা হয়। পরে ইউএনও আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে অর্থদন্ড দেন।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …