বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির ১০ হাজার গাছের চারা বিতরণ

বড়াইগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির ১০ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর)

“একটি গাছ, একটি প্রাণ; তাই যখনই সুযোগ পান একটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নেতৃবৃন্দের সাথে বৃক্ষরোপণের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও ১০ হাজার গাছের চারা বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা সৈনিকলীগের সভাপতি ইসাহক আলী, কৃষকলীগের সভাপতি রুবেল বালী সহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …