নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে বুধবার (৯ নভেম্বর)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মারিয়াম খাতুন সোমবার সকালে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য দেন।
ইউএনও সাংবাদিকদের জানান, “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিজিটাল নির্ভর সেবার প্রকৃতি অনুযায়ী মেলাতে থাকবে ৪টি প্যাভেলিয়ন।
যার প্রথমটিতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, দ্বিতীয়টিতে ডিজিটাল সেবা ও বিভিন্ন এ্যাপ, তৃতীয়টিতে হাতের মুঠোয় সেবা ও চতুর্থ প্যাভেলিয়নে থাকবে শিক্ষা, দক্ষতা ও কর্ম উন্নয়ন সহ ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য-উপাত্ত এবং ডিজিটাল উপস্থাপনা। এই মেলায় শিক্ষার্থী, উদ্যোক্তা সহ আগত দর্শনার্থীরা ডিজিটাল উদ্ভাবন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা নিজেদের জীবনের অর্থবহ সাফল্য আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মতামত প্রকাশ করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …