নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে দিন মজুর কুটিল (৩০) বিষ পানে আত্মহত্যা করেছে। বুধবার সকাল ১০ টার দিকে দিঘইর গ্রামের এঘটনা ঘটে। মজুর কুটিল উপজেলার চৌমুহান গ্রামের মৃত মনুর পুত্র।
স্থানীয় সুত্রে জানাযায়, দিঘইর শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে। পারিবারিক কলহের জেরে সকলের অজান্তে পানিতে মিশিয়ে দানাদার বিষ পানে করে। বিষক্রিয়ার জন্ত্রনায় কাতরাতে দেখে স্বজনেরা স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১ টার দিকে মৃত্যুবরণ করে।
![](https://naradbarta.com/wp-content/uploads/2019/07/স্বামীর-আত্মহত্যা-660x330.jpg)