নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্র শুভ প্রামাণিক (২১) কে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের বড় ভাই দেবব্রত প্রামাণিক। এর আগে বুধবার দুপুরে শুভ ও তার পরিবারের উপর হামলা চালায় কাউন্সিলর মোহিত কুমার ও তার সঙ্গীয়রা।
আহত শুভ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বনপাড়া পৌর শহরের কালিকাপুর হিন্দু পাড়ার যশোধন প্রামাণিকের ছেলে। করোনার পরিস্থিতির কারণে শুভ বাড়িতে অবস্থান করছিলো।
জানা যায়, বুধবার দুপরে যশোধন প্রামাণিকের পরিবারের সদস্যদের সাথে বড়ভাই পার্শ্ববর্তী নিতাই প্রামানিকের পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় পৌর কমিশনার মোহিত কুমার সরকার তার ভাই ও ছেলেসহ উপস্থিত হয়ে নিতাই প্রামাণিকের পক্ষ নেয় এবং এক পর্যায়ে কমিশনার তার সঙ্গীয় লোকজন নিয়ে যশোধনের পরিবারের উপর হামলা চালায়।
যশোধনের বাড়িতে লাগানো ভিডিও ফুটেজে দেখা যায়, মোহিত কমিশনার বাঁশ দিয়ে যশোধনের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শুভ’র মাথায় কয়েকবার আঘাত করে। এতে শুভ জ্ঞান হারালে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কমিশনার মোহিত কুমার সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
নিম্নে সংঘর্ষের ভিডিও লিংক দেওয়া হলো