রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে হিরু প্রামাণিক (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের গলায় গামছা ও রশি জড়ানো ছিল। হিরু উপজেলার ধানাইদহ পূর্বপাড়ার বিদ্যুৎ প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিলের জমিতে কাজ করতে এসে স্থানীয় কৃষকরা তার মরদেহ দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আরও জানায়, হিরু একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে দুইটি চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …